ওমানের উত্তর আল বাতিনাহ গভর্নরেটের সোহারের উইলিয়াতে একজন নাগরিককে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আরওপি এক বিবৃতিতে বলেছে,”উত্তর আল বাতিনাহ গভর্নরেট পুলিশ কমান্ড সোহারের উইলায়াতে একজন নাগরিককে হত্যা করার অভিযোগে আফ্রিকান নাগরিকত্বের দুজন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
আপনার মন্তব্য: