মালয়েশিয়ার ক্লেন্তান প্রদেশে কর্মরত অবস্থায় নিহত তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের জন্য ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। নিহত ও তিন প্রবাসী হলেন, শরীয়তপুরের জাহেদুল খান, একই জেলার সাজ্জাদ হোসাইন এবং পাবনা জেলার মনিরুল ইসলাম।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই হাইকমিশনের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়, তারা একটি প্রজেক্টের আওতায় পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের কাজ করতে যেয়ে আকস্মিক ভূমি ধ্বসে মারা যান। বহু চেষ্টায় প্রজেক্টের মালিকপক্ষ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করেছে বাংলাদেশ হাইকমিশন। পরে সে অর্থ গত ৯ নভেম্বর মৃত প্রবাসীদের পরিবারের ব্যাংক একাউন্টে স্থানান্তরিত হয়েছে।
এছাড়া কাসকেট কোম্পানি ও অন্যান্য কর্তৃপক্ষের সাথে দ্রুততম সময়ে মৃতদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। মৃত্যুর কারণ সংক্রান্ত ডাক্তারি সনদ, মৃত্যু সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের মধ্যেই মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এ বিষয়ে ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ করেছে হাইকমিশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post