পূর্বাভাসের বাইরে অস্বাভাবিক টানা বৃষ্টির কারণে বড় দুর্ভোগে পড়েছেন ওমানের বিভিন্ন অঞ্চলের নাগরিক ও প্রবাসীরা। শুক্রবার সকাল থেকেই সালালাহ, ধোফার এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে বৈরি আবহাওয়ার ব্যাপারে পূর্বাভাস না দেয়ায় জনসাধারণের তোপের মুখে পড়েছে ওমানের আবহাওয়া বিভাগ। পরে বাসিন্দাদের কাছে ক্ষমা প্রার্থনা করে সংস্থাটির পরিচালক আবদুল্লাহ আল খাদুরি বলেন, এই ধরনের বৃষ্টিপাতের কোনও ইঙ্গিতই আবহাওয়া পূর্বাভাসে ছিলোনা। কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ৫ মিলিমিটারের বেশি হওয়ার কথা ছিলোনা। তবে আকস্মিকভাবে এতো বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে- তা কল্পনার বাইরে ছিলো।
টানা বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলেই স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচলও কমে যায়। শুক্রবার সালালাতে রাত ১০ টায় ৭৩ মিলিমিটার এবং মধ্যরাতের পরে ৯০ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার বর্ষণের তীব্রতা কিছুটা কমলেও রোববার পর্যন্ত চলমান বৈরি আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারী বৃষ্টিপাতের কারণে ধোফার ও সালালার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এমনকি রাস্তায় পানির তীব্র প্রবাহের কারণে গাড়ি চলাচলেও বেগ পেতে হচ্ছিলো। এছাড়া কিছু কিছু যায়গায় যানজটও তৈরি হয়। এমতাবস্থায় সকলকে বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত নিরাপদে অবস্থান করার এবং নিম্নাঞ্চল, বিশেষ করে ওয়াদি পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আপনার মন্তব্য: