পোশাক খাতে তিন শ্রমিকের মৃত্যুতে পরিবারের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে বিজিএমইএ আর্থিক সহায়তা প্রদান করেছে।
শনিবার (১১ নভেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আনুষ্ঠানিকভাবে মৃত্যুবরণকারী আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের পরিবারের কাছে আর্থিক সহায়তার চেকগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ইনামুল হক খান (বাবলু) এবং পরিচালক হারুন অর রশীদ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখো পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে।তিনি বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে। শ্রমিক ও উদ্যোক্তা মিলে একসঙ্গে শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্প বাংলাদেশের বৃহত্তম রপ্তানি আয়ের খাত হওয়ার পাশাপাশি লাখো শ্রমিক ও তাদের পরিবারদের জন্য জীবন-জীবিকার প্রধানতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post