জয়পুরহাটের আক্কেলপুরের এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুনে পুড়ে দগ্ধ সাইফুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে মারা গেছেন। নিহত সাইফুল ইসলাম (৪০) আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) রাত দশটার পরে আক্কেলপুর এলপিজি ফিলিং গ্যাস স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ফিলিং স্টেশনের আশপাশের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় এলপিজি গ্যাস স্টেশনে। এ সময় স্টেশনের এক কর্মচারী আগুনে পুড়ে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত কর্মচারী সাইফুল ইসলামকে জয়পুরজাট আধুনিক ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শরীরের প্রায় ৮০ ভাগ দগ্ধ হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, ‘মঙ্গলবার রাতে বিকট শব্দের পর ফিলিং স্টেশনের সঙ্গেই পশ্চিম পাশের এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দগ্ধ কর্মচারী সাইফুল ইসলামকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
আপনার মন্তব্য: