দক্ষিণ আফ্রিকায় তিন প্রবাসী বাংলাদেশির উপরে বন্দুক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আবুল কালাম নামে একজনের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ হয়ে হান্নান এবং ইব্রাহিম নামে অপর দুজন হাপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যবসায়িক শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। গত রোববার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার সোমো টাউনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের আশংকা প্রতিবেশী ইথিওপিয়ান ব্যবসায়ীদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। নিহত আবুল কালামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তিনি দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকায় থাকার পর বাংলাদেশে ফিরে গেলেও জীবিকার তাগিদে দুমাস আগে পুনরায় ফিরে আসেন। বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন কালাম।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি হত্যা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা টাকাপয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
