অনলাইনে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এখন নতুন নয়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ঢাকায়। ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে মনের মানুষ খুঁজতে গিয়ে এক লাখ টাকা খোয়ালেন এক তরুণী। পেশায় তিনি এক জন গবেষক।
কয়েক মাস আগে ‘বাম্বল’-এ একটা অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। কিন্তু সেই অ্যাকাউন্টটি যে খুব বেশি সক্রিয় ছিল, তা নয়। কিছু দিন আগে অয়নকুমার জর্জ নামে এক ব্যক্তি ওই তরুণীকে মেসেজ করেন। অয়ন নিজেকে লন্ডনের চিকিৎসক বলে পরিচয় দেন। কথা বলার পর ওই তরুণীর অয়নকে ভালো লাগে।
একে অপরের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরের আদানপ্রদান হয়। হোয়াট্সঅ্যাপে গল্প করা ছাড়াও ফোনেও কথাবার্তা হত। কয়েক দিন রাত জেগে গল্পগুজবের পর ওই তরুণী বুঝতে পারেন, তিনি উল্টো দিকের মানুষটির প্রেমে পড়ে গিয়েছেন। সরাসরি না বললে হাবভাবে তিনি তা অয়নকে বুঝিয়েও দেন। আর তার পরেই অয়ন মোক্ষম চালটি চালেন।
ওই তরুণীকে অয়ন এক দিন ফোন করে জানান, তিনি মাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে ফিরছেন। কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তিনি তরুণীকে অনুরোধ করেন, তার ব্যাংক অ্যাকাউন্টে লাখখানেক মতো টাকা পাঠাতে। বিমানবন্দরে নেমেই সেই টাকা চেকে ফিরিয়ে দেবেন বলেও কথা দেন। ওই তরুণী বিশ্বাস করে তাকে এক লাখ টাকা দেন।
নির্ধারিত দিনে সময়মতো বিমানবন্দরে আসেন ওই তরুণী। সময় পেরিয়ে গেলেও অয়ন আসছেন না দেখে রুপালা চিন্তিত হয়ে পড়েন। তিনি অয়নের ফোন নম্বরে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ ছিল। বহুবার ফোন করেও ফোন পাননি তিনি। পরে রুপালা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় মামলা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post