সৌদি আরবের আইউলা শহরে ২ লাখ বছরের পুরনো একটি কুড়ালের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এই কুড়ালটি পাথরের তৈরি এবং এটি মানুষের তৈরি প্রথম হাতিয়ারগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, প্রত্নতাত্ত্বিকদের একটি দল কারাহতে অভিযান চালাতে গিয়ে এই কুড়ালের সন্ধান পান। আরব উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রাচীন সভ্যতা ছিল কারাহতে। ইসলামের প্রথম শতকের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এখানে।
সন্ধান পাওয়া কুড়ালের দৈর্ঘ্য ৫১ সেন্টিমিটার। বাসাল্ট পাথর দিয়ে তৈরি এটি। পাথরের দুই দিকই ধারালো। ধারণা করা হচ্ছে এটি প্রস্তর যুগের কোনো বস্তু। ১০ হাজার বছর আগে পৃথিবীতে শেষ হয়েছে প্রস্তর যুগ।
এরকম ১২টিরও বেশি বস্তুর খোঁজ পেয়েছে প্রত্নতাত্ত্বিকদের দলটি। তারা তাদের গবেষণা অব্যাহত রেখেছে।
সৌদি আরবের রয়্যাল কমিশন আইউলা ও খাইবার শহরের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসন্ধানের জন্য ১১ জনের একটি প্রত্নতাত্ত্বিক দলকে অনুমতি দিয়েছে। এই দলটি ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post