ওমানে মৌসুমি নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে বলে জানিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন (প্যাকা)। শনিবার প্যাকা এক বিবৃতিতে জানিয়েছে যে, ন্যাশনাল মাল্টি হ্যাজার্ডস আর্লি ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ বিশ্লেষণ অনুসারে দেশটিতে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের সম্ভাব্য প্রভাব কমে এসেছে।
আরো পড়ুনঃ ওমানে ঝুঁকিপূর্ণ ওয়াদি পার হলেই ৫০০ রিয়াল জরিমানা
“বর্তমান পূর্বাভাস অনুযায়ী দেশটিতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আরব সাগরে মেঘের ঘনত্ব অনেকাংশে কমে এসেছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাতসহ দুই মিটার থেকে ৪ মিটার জোয়ার আসার সম্ভাবনা রয়েছে।” কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিম্নচাপের সম্ভাবনা কম থাকলেও নাগরিকদের এখনো সাবধানতা অবলম্বন করতে হবে। উপত্যকা পারাপারে চেষ্টা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।”
আরো দেখুনঃ দাত ও মুখের সমস্যায় যা করনীয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post