ওমানের আল মুদাবী এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মাওলানা বেলাল নামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। দীর্ঘ বেকারত্ব ও আর্থিক দুশ্চিন্তা থেকে গত শুক্রবার বিকেলে গলায় ফাঁস নেন পঞ্চাশোর্ধ্ব ওই আলেম প্রবাসী। মৃত বেলাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে।
ঘটনার বর্ণনায় বেলালের রুমমেট মোজাম্মেল জানান, শুক্রবার একসঙ্গে জুমার নামাজ শেষে দুপুরের খাবারও খেয়েছেন একসঙ্গে। এরপর সবাই যখন ঘুমাতে গেলো, ঠিক ওই সময় বেলাল রান্নাঘরের পাশে গ্যাসের সিলিন্ডারের ওপর দাঁড়িয়ে রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবার থেকে বিস্তারিত না জানালেও বেশ কয়েকজন প্রবাসী এবং সহকর্মী ওমানে কাজের অভাবকে তার আত্মহত্যার জন্য দায়ী করেছেন।
ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন বড় ভাই হাসেম, তিনি আগেও ওমানে ছিলেন। নিয়ে আসার আগে বেলালকে বলেছেন, বিদেশে কষ্টের কাজ করতে হয়। তারপরও সে আসার জন্য জোর করলে ভিসা সংগ্রহ করে দেন হাসেম। এমন করুণ পরিণতি হবে জানলে কখনই বিদেশে আসতে দিতেন না।
তিন মেয়ে ও এক পুত্র সন্তানের জনক বেলাল বেশ কয়েক বছর ধরে ওমানের আল মুদাবী এলাকায় বসবাস করছিলেন। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না প্রবাসীরা। তাদের অভিযোগ, প্রবাসে থেকে তাদের প্রতিদিনকার যুদ্ধ কেউই বুঝবেনা, যদিও কেউ বুঝে সেও তাদের মতোই একজন ভুক্তভোগী, যার প্রবাসে কাজ নেই, থাকার যায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। সহায় বলতে সঙ্গী কেবল দুশ্চিন্তা আর , যে সঙ্গ সইতে না পেরে সবাইকে ভারমুক্ত করে চিরবিদায় নিলেন প্রবাসী বেলাল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post