গত কয়েকদিন আগেও ওমান থেকে বাংলাদেশে ফিরতে টিকেট জেনো ছিলো সোনার হরিণ! কয়েকদিনের ব্যবধানে সেই টিকেট এখন হাতের মুঠোয়। এখন ওমানের যেকোনো বৈধ প্রবাসী চাইলেই দেশে আসতে পারবেন। টিকেটের জন্য কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র কোভিড টেস্ট দিয়েই একজন প্রবাসী নিজ খরচে দেশে ফিরতে পারবেন। চলতি মাসে রয়েছে ওমান থেকে বাংলাদেশের একাধিক ফ্লাইট।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, আগামী ১০ আগস্ট মাস্কাট টু ঢাকা, ১৩ আগস্ট মাস্কাট টু ঢাকা, ১৪ আগস্ট মাস্কাট টু ঢাকা, ১৮ আগস্ট মাস্কাট টু ঢাকা সালাম এয়ারের বিশেষ ফ্লাইট রয়েছে। ইতিমধ্যেই ১০ তারিখের ফ্লাইটের টিকেট শেষ বলে জানিয়েছে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি। তবে এইসব ফ্লাইটে যাত্রীদের মানতে হবে বেশকিছু নিয়ম কানুন। যা নিম্নে তুলে ধরা হইলো:
নিম্নের ৩টা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করা যাবে।
১, আল সাফার ট্রাভেল এন্ড কার্গো, মোবাইল- ৯৬৪১৫০৯৪
২, রুই ট্রাভেল, মোবাইল- ৯৬৩৬৫২৮৮
৩, আব্দুল মান্নান ট্রাভেল এন্ড ট্যুরিজম, মোবাইল- ৯৯৬৫৫৮২০
এ ছাড়াও চলতি মাসে ওমান এয়ারের বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে ঢাকা এবং চট্টগ্রামে। অনুমতি পেলে ওমান এয়ারের মাধ্যমে মাস্কাট টু চট্টগ্রাম এবং মাস্কাট টু ঢাকার উদ্দেশ্যে একাধিক ফ্লাইটের মাধ্যমে ওমান থেকে দেশে ফিরতে পারবেন ওমান প্রবাসীরা। এইসব ফ্লাইটে দেশে ফিরতে দূতাবাসের অনুমোদনের প্রয়োজন নেই প্রবাসীদের এমনটা জানিয়েছেন ওমানের একাধিক ট্রাভেল এজেন্সি। শুধুমাত্র করোনা রিপোর্ট নেগেটিভ হলে একজন প্রবাসী দেশে ফিরতে পারবেন।
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
ওমান এয়ার এবং সালাম এয়ার ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলার বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে চলতি মাসে। আগস্টের ১৭ তারিখে বিমানের একটি বিশেষ ফ্লাইট মাস্কাট থেকে ঢাকায় আসার কথা রয়েছে। অনুমোদন মিললেই বিমান ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post