সন্তানদের ভালো শিক্ষা এবং উন্নত জীবন দিতে চেষ্টার কমতি থাকে না বাবা-মায়ের। অনেক সময় সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের সুখ-শান্তির সঙ্গে আপস করতেও দ্বিতীয়বার ভাবেন না তারা। তেমনই এক মা যেন নিজের পরিশ্রমের ফল পেলেন।
ছেলের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আর সেই স্বপ্ন পূরণ করতে ৩০ বছর অন্যের বাড়িতে কাজ করেছেন মা, জুগিয়েছেন পড়াশোনার খরচ। অবশেষে সার্থক হয়েছে তাদের সব কষ্ট। পাইলট হয়ে বিমানেই মাকে চমকে দিয়েছেন ছেলে। আর তাতেই সুখের কান্নায় ভেঙে পড়া মা ছেলেকে জড়িয়ে ধরেন। সম্প্রতি লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই মা ও তার ছেলের হৃদয়গ্রাহী পুনর্মিলনের এক হৃদয়স্পর্শী ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই নারী ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লেবানন থেকে ইথিওপিয়ায় ফিরে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে, যার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। বিমানে উঠে নিজের ছেলেকেই পাইলটের আসেনে দেখবেন, তা ছিল সেই মায়ের জন্য অনেকটাই বিস্ময়ের।
ফ্লাইটে ওঠার পর তাকে একটি জায়গা দেখিয়ে দেয়া হয় যাওয়ার জন্য, যেখানে আগে থেকেই পর্দার আড়ালে ফুলের তোড়া এবং একটি কেক নিয়ে অপেক্ষা করছিলেন তার ছেলে। পর্দা সরানোর পর ছেলেকে পাইলটের পোশাকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মা-ছেলে উভয়কেই প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post