ওমানের আইন অনুসারে সামরিক বা সুরক্ষা বাহিনী বা তাদের যানবাহনের চলাফেরার ছবি তোলা অথবা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বেআইনি কাজ। যার জন্য মোটা অংকের জরিমানা প্রদান করতে হয়। দেশব্যাপী লকডাউন কার্যকর থাকায় ওমানের প্রতিটি রাস্তায় সামরিক যানবাহন চলার দৃশ্য দেখা যায়। বুধবার রয়েল ওমান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “সামরিক সুরক্ষা কার্যক্রমের ভিডিও করা বা ছবি তোলা এবং তা অনলাইনে পোস্ট করা একেবারেই নিষিদ্ধ।
আরো পড়ুনঃ ওমানে সাময়িকভাবে করোনার ঘোষণা স্থগিত
ওমানি দণ্ডবিধির ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিরক্ষা বা পুলিশ যানবাহনের চলাফেরার দৃশ্য ভিডিও করা অপরাধ হিসাবে গণ্য করা হয়। তবে আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, দেশটির চেকপয়েন্টগুলির ছবি তোলা, সামরিক ও সুরক্ষা যানবাহন চলাচল ও তাদের ক্রিয়াকলাপের দৃশ্য ভিডিও করা লকডাউন ব্যবস্থার লঙ্ঘন হিসাবে গণ্য হতে পারে। ওমানের তথ্যপ্রযুক্তি অপরাধের আইন অনুযায়ী এই ধরনের অপরাধে এক বছর থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য কারাদন্ড হতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়াও এই অপরাধে এক হাজার থেকে তিন হাজার ওমানি রিয়াল জরিমানা ও করা হতে পারে। যদিও শনিবার সন্ধ্যায় শুরু হওয়া লকডাউনের প্রথম দিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে, তবে সোশ্যাল মিডিয়া যেকোনো কিছু প্রচারে কঠোর নজরদারি নেওয়া হয়েছে।
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post