মদিনায় মহানবির (সা.) রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, মদিনায় মহানবির (সা.) কবর জিয়ারতে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবিজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এ ছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা যাবে না।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসলিম মসজিদে নববির উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময়ে মহানবির (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মুসল্লি। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post