চালকদের জন্য নতুন আইন জারি করল সৌদি আরব। নতুন আইন অনুযায়ী, সৌদি নাগরিকসহ দেশটিতে বসবাসরত প্রবাসী নাগরিকদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স ছাড়াও বাধ্যতামূলক গাড়ির ইনস্যুরেন্স করতে হবে। অন্যথায় গুনতে হবে জেল-জরিমানা।
গত সোমবার থেকে নতুন আইনটি জারি করেছে সৌদি সরকার। নতুন আইন দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এতে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে জীবনের নিরাপত্তা এবং গাড়ি মেরামতসহ যাবতীয় খরচ বীমা কোম্পানি বহন করবে। এ ছাড়া দুর্ঘটনা ঘটিয়ে কেউ পালিয়ে গেলে তাকে সহজেই খুঁজে বের করতে পারবে প্রশাসন।
স্থানীয় গাড়ি চালকরা বলেন, যেসব গাড়ি চালক সৌদি সরকারের আইন অমান্য করবেন পুলিশ তাদের ধরতে পারলে জেল এবং জরিমানা দুটোই হয়। প্রতি বছরই গাড়ির ইনস্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, রোকসা আপডেট থাকতে হবে।
শুধু তাই নয়, কেউ মোবাইল থেকে অন্যকে কল দিলে তা এন্ট্রি না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তির নাম, ছবি এবং ফোন নম্বর অন্যের মোবাইলে ওঠে আসবে। এসব আইনে খুশি চালকরা। তারা বলছেন জীবনের নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলার ক্ষেত্রে এটি সৌদি সরকারের বড় পদক্ষেপ।
সারা বিশ্বের মতই তথ্য প্রযুক্তি ব্যবহারে সৌদি আরব এগিয়ে যাচ্ছে। এতে অপরাধ মোকাবেলায় প্রশাসনের কার্যকারিতা দিন দিন উন্নতি হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post