হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। খবর শুনে কবর খুঁড়তে গিয়েছিলেন তাঁর বাল্যবন্ধু। কাঁদতে কাঁদতে কবর খোঁড়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরও মৃত্যু হয়।
সোমবার চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আজিম পাড়ায় এ ঘটনা ঘটেছে। এক দিনে দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাটিতে। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আরাফাত (২৮) ও মোহাম্মদ আজম (২৮)। দুজনই আজিম পাড়ার বাসিন্দা। আরাফাত ওই এলাকার মো. মুসার ছেলে। মোহাম্মদ আজমের বাবার নাম নুরুল ইসলাম। আরাফাত হাটহাজারী সদরে স্টিলের আলমারি তৈরির একটি দোকানে কাজ করতেন। মোহাম্মদ আজম পেশায় অটোরিকশার চালক।
হাটহাজারী পৌরসভার স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজম উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে আটটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আরাফাতের মৃত্যু হয়। তাঁর বাল্যবন্ধু আজম কাঁদতে কাঁদতে কবর খুঁড়ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুও হৃদ্রোগের কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, একই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন আরাফাত ও আজম। আজম বিবাহিত। তাঁর দুই মেয়ে রয়েছে। অন্যদিকে আরাফাত অবিবাহিত। এক সপ্তাহ আগে তাঁর বিয়ের কথা পাকাপাকি হয়।
https://www.youtube.com/watch?v=5LjF8NLHzAU
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post