ওমানের আল-সুইক অঞ্চলে তৈরি হবে দেশটির মাংসের সর্ববৃহৎ বাজার। ইতিমধ্যেই এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত ১ মিলিয়ন বর্গমিটার জমি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছে আঞ্চলিক পৌরসভা ও পানি সম্পদ মন্ত্রণালয়।
আল-সুইক পৌরসভা কর্তৃপক্ষ ও পানি সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, অতিদ্রুত আল সুইকের উইলিয়ত কেন্দ্রীয় মাংসের বাজার নির্মাণ করা হবে। প্রকল্পটি মূলত প্রাণী সম্পদের একটি কোয়ান্টাম লিপ তৈরি করার পাশাপাশি নতুন বিক্রয়কেন্দ্র তৈরি হবে। একই সাথে নতুন এই কেন্দ্র দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি মাংস খাতে পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগকে সহায়তা করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
