ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২২-জুলাই) বেসরকারি স্বাস্থ্যখাতে কোভিড পরীক্ষার জন্য পিসিআর পরীক্ষার মূল্য নির্ধারণ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, করোনার নমুনা নেওয়ার জন্য ফি নমুনা প্রতি ৫ ওমানি রিয়ালের বেশি হবে না। এই ফিগুলিতে পরীক্ষাগারের পরীক্ষার মান অন্তর্ভুক্ত নয়।
বিবৃতিতে বলা হয়েছে যে, স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদনের পরে কোভিড -১৯ নমুনার পরীক্ষাগার পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্যে হোক বা চিকিৎসা সংক্রান্ত হউক, ২টা-ই এর অন্তর্ভুক্ত। পিসিআর রিয়েলটাইম নমুনার জন্য ফি ৩০ ওমানি রিয়াল, পিসিআর পয়েন্ট অফ কেয়ার ৪৫ ওমানি রিয়াল ও এন্ট্রি বডি পরীক্ষা ১৪ ওমানি রিয়াল।
আরও পড়ুনঃ করোনা পরীক্ষায় প্রবাসীদের জন্য বাড়তি ফি কেনো?
মূলত পিসিআর টেস্টগুলি শরীরের প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডিগুলির উপস্থিতির চেয়ে সরাসরি কোনও অ্যান্টিজেনের উপস্থিতি সনাক্ত করতে ব্যবহৃত হয়। ভাইরাসজনিত আরএনএ সনাক্ত করে যা অ্যান্টিবডিগুলির গঠনের আগে বা রোগের লক্ষণগুলি উপস্থিত হওয়ার আগেই শরীরে উপস্থিত থারে। এই পরীক্ষার মাধ্যমে খুব তাড়াতাড়ি কারও ভাইরাস রয়েছে কিনা জানা যায়। পিসিআর আমাদের করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার একটি সঠিক তথ্য প্রদান করে। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post