নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওমান থেকে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে ঈদের আগেই আরও ওমান থেকে ৩টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস ওমান। বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় ওমানে যেয়ে আটকেপড়া প্রবাসীদের এবং ওমানে করোনা প্রাদুর্ভাবে বিভিন্ন কোম্পানিতে থেকে যেসব শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে সরকারিভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেইসাথে দেশটিতে বসবাসরত অসুস্থ প্রবাসীদের দেশে আনতেই এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে প্রবাস টাইমকে জানিয়েছে দূতাবাস।
আরও পড়ুনঃ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কার্যকর প্রমাণিত
এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার প্রবাস টাইমকে বলেন, “দূতাবাস ঈদের আগে অন্তত তিনটি বিশেষ ফ্লাইট পাঠানোর কাজ করছে। আমাদের হাতে এখন প্রচুর আবেদন জমা আছে, তাছাড়া ওমান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার থেকে প্রচুর লোকের তালিকা পাঠানো হয়েছে, বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে তাদের প্রায়োরিটি দিতে হবে। নতুবা ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আমাদের লোক আনতে চাইবে না।”
জানাগেছে, আগামী ২৩ তারিখ রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ওমান থেকে দেশে ফিরবেন প্রবাসীরা। ইতিমধ্যেই ২৩ তারিখে দেশে ফেরত আসবেন এমন প্রবাসীরা কোভিড পরিক্ষা সম্পুন্ন করেছেন, আগামীকালের মধ্যেই হয়তো সবার হাতে টিকেট চলে আসবে বলে জানাগেছে।
ওমান থেকে দেশে এসে আটকাপড়েছেন এবং এখন পুনরায় ওমান ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, “ওমানে যারা আছেন তারা দেশে চলে যেতে চায় আর যারা দেশে আছেন তারা চেষ্টা করেও ওমান আসতে পারছেন না। বিষয়টি আমি ২/৩ মাস আগেই অনুধাবন করেছি এবং আমার বাংলাদেশী ভাই-বোনদের বলেছি কষ্ট করে হলেও ওমান থাকতে। কারণ, দেশে গেলে ওমানে ফিরে আসার ব্যাপারটা এখনো নিশ্চিত না।”
আরও পড়ুনঃ খুব শীঘ্রই প্রবাসীদের ওমানে ফেরত আনতে ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে
বর্তমান এমন পরিস্থিতিতে অতি জরুরী প্রয়োজন ব্যতীত ওমান থেকে দেশে না আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও যারা দেশে এসে আটকাপরেছেন, তারা পুনরায় ওমান যেতে consular@mofa.gov.om এই মেইল নাম্বারে তাদের বিস্তারিত তথ্য দিয়ে মেইল পাঠাতে পারেন। যেমন, তার রেসিডেন্স কার্ড (পতাকা) কপি, পাসপোর্ট কপি, আরবাবের নাম ও নাম্বার এবং দেশের নাম্বার দিয়ে মেইল করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মেইল পাওয়ার পর অনুরোধটি গৃহীত হয়ে গেলে তখন পরবর্তী মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কি করতে হবে। তবে যেহেতু এখন অনেক মানুষের চাপ রয়েছে ওমান ফেরার, সুতরাং মেইল পাঠানোর পর অপেক্ষা করতে হবে। এটা সময়সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তাইয়েব সালিম আল আলাওয়ি।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post