ওমানের আল মুধাইবি নামক অঞ্চলে চলতি বছর আঙ্গুরের বাম্পার ফলন হয়েছে। শনিবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) দ্বারা অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “উত্তর আল শারকিয়াহ প্রদেশের আল মুধাইবি অঞ্চলে এবার কৃষিতে বাম্পার ফলন হয়েছে। কৃষি ফসলের বৈচিত্র্য, মাটির উর্বরতা এবং প্রচুর পরিমাণে পানি থাকার কারণে মূলত এ বছর বাম্পার ফলন হয়েছে। যে কারণে অত্র অঞ্চলের মানুষ এখন কৃষিতে বেশি মনোযোগ দিচ্ছে। বিশেষ করে বাণিজ্যিকভাবে খেজুর গাছ, লেবু চাষ, আঙ্গুর চাষ এবং একাধিক ধরণের ফল চাষের জন্য খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল হিসেবে চিহ্নিত হচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “বর্তমানে স্থানীয় বাজারে আঙুরের প্রচুর চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছে কৃষকরা। এতে ওমানের অর্থনীতিতে বেশ অবদান রাখবে এবং আগামীতে আরও মানুষ কৃষি সেক্টরে কাজ করতে উৎসাহ জোগাবে।” সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post