যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ৫০ লাখ ডলারের লটারি জিতেছেন ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ। বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পর, নিজের জন্য একটি তরমুজ এবং স্ত্রীর জন্য ফুলের তোড়া কিনে আলোচনায় তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কলোরাডো লটারি কর্তৃপক্ষ গত বুধবার এক বিবৃতিতে মন্ট্রোজের বাসিন্দা ৭৭ বছর বয়সী ওয়াল্ডেমার ‘বাড’ টিকে বিজয়ী ঘোষণা করে। লটারির পুরস্কার বাবদ ৫০ লাখ ৬৭ হাজার ডলার জিতেছেন এই বৃদ্ধ।
গত ৬ সেপ্টেম্বর মিস্টার বাড ওই লটারি জেতেন। তিনি ওয়েবসাইটে তাঁর টিকিটের সংখ্যা চেক করে প্রথমে মনে করেন, কিছু একটা ‘ভুল’ হয়েছে। বছরে ছয় মাস অ্যারিজোনায় এবং ছয় মাস কলোরাডোতে থাকেন তিনি ও তাঁর স্ত্রী। ভ্রমণ প্রিয় এই বৃদ্ধ প্রতি মাসে কলোরাডো লোটো+ লটারি খেলেন। সংখ্যা বেছে নেওয়ার জন্য একটি গোপন সূত্র ব্যবহার করেন বলে জানান তিনি ৷
মিস্টার বাড তাঁর বিজয়ী টিকিট মন্ট্রোজের হ্যাঙ্গিন ট্রি ট্রাভেল প্লাজা থেকে কিনেছিলেন। লটারির পুরস্কার গ্রহণে দুটি অপশন রয়েছে। একটি নগদ, অন্যটি কিস্তি। বাড নগদ অর্থ বেছে নিয়ে ২৫ লাখ ৩৩ হাজার ৫২০ ডলার গ্রহণ করেন। এই অর্থ থেকে প্রথমেই নিজের জন্য একটি তরমুজ আর স্ত্রীর জন্য ফুল কেনেন তিনি।
লটারি জয়ী বাড ও তাঁর স্ত্রী খুব সাধারণ জীবনযাপন করেন। লটারির কিছু অর্থ চিকিৎসা ও বাড়ির সংস্কারে ব্যয় করবেন তাঁরা। আর একটি অংশ দাতব্য কাজে বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে বাডের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post