দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওমান থেকে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরত আনতে চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট। ভিজিট ভিসায়/ফ্যামিলি ভিসায় ওমান যেয়ে আটকা পড়েছেন, অসুস্থ অথবা গর্ভবতীদের জন্য এই বিশেষ ফ্লাইট চালু হচ্ছে বলে জানাগেছে। মঙ্গলবার প্রবাস টাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, ওমান থেকে একটি বিশেষ ফ্লাইটের অনুমতির জন্য গত শনিবার (৪-জুলাই) বাংলাদেশ দূতাবাস ওমানের পক্ষথেকে বাংলাদেশের এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আগামীকালের (বুধবার) মধ্যে অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রে জানাগেছে, আগামী ১৩ জুলাই ভোর ৫-৩০ মিনিটে মাস্কাট এয়ারপোর্ট থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ২৯০ জন যাত্রী এই ফ্লাইটে দেশে আসার সুযোগ পাবেন। তবে অবশ্যই প্রত্যেকের কোভিড-১৯ সনদ লাগবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে বিজনেস ক্লাস ২০০ রিয়াল, প্রিমিয়াম ১৬০ রিয়াল ও ইকোনমি ক্লাসের জন্য ১৪০ রিয়াল। প্রতিজন যাত্রী ৪৫ কেজি ব্যাগেজ বুকিং এবং ৭ কেজি মাল হাতে নিয়ে আসতে পারবেন। ওমান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর বিমানের রুই সিবিডি এরিয়ার অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা।
আরও পড়ুনঃ ওমানে ৫৬ জন মেয়ের সাথে প্রতারণা, অবশেষে গ্রেফতার
উল্লেখ্য: ওমান থেকে প্রতিনিয়ত ভারত পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের আটকেপড়া প্রবাসীরা বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত গেলেও বাংলাদেশের প্রবাসীরা এতদিন আসতে পারেনি। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছিলো ওমান প্রবাসীদের মাঝে। এমনকি কিছু প্রবাসী দূতাবাসের সামনে যেয়ে আত্মহত্যা করবে এমন পরিস্থিতি ও তৈরি হয়েছিলো। এমতাবস্থায় ওমানের শীর্ষ বাংলা অনলাইন মিডিয়া “প্রবাস টাইম” প্রবাসীদের এইসব সমস্যা বেশ গুরুত্বের সাথে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনেন। প্রবাসীদের এইসব সমস্যা মিডিয়াতে তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন চট্টগ্রাম সমিতি ওমানের ভাইস প্রেসিডেন্ট জবলুল আনোয়ার বাদল ও ওমান আওয়ামীলীগের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল সহ আরও অনেকেই। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল (৮-জুলাই) ওমান থেকে সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট আসছে বাংলাদেশে এবং আগামী ১৩-জুলাই বিমানের মাধ্যমে ওমান থেকে ২য় বিশেষ ফ্লাইট আসবে বলে জানা গেছে।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post