কতজনের কত বিচিত্র স্বপ্ন। কেউ হতে চান ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আবার কেউ পাইলট হয়ে আকাশে উড়তে চান। কিন্তু চট্টগ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীর স্বপ্ন ছিলো, পুরো পবিত্র কোরআন লিখবেন নিজ হাতে। সবাইকে বিস্মিত করে, তাই করে দেখিয়েছেন তিনি।
এজন্য সময় লেগেছে প্রায় ১৩ মাস; আর কলম লেগেছে ৫০টি। স্বপ্নপূরণে এ তরুণের অধ্যবসায়ে মুগ্ধ তার পরিবার ও প্রতিবেশিরা। বলা হচ্ছিলো চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর গ্রামের মোহাম্মদ রফিকুল আলমের ছেলে তাহসিন আলমের কথা। ছোটবেলায় ইচ্ছে ছিলো কোরআনে হাফেজ হওয়ার। তা পুরণ না হওয়ায় লালন করেন অন্য এক স্বপ্ন। যা ইতিমধ্যে বাস্তব রূপ দিয়ে নিজের হাতে লিখেছেন পুরো পবিত্র কোরআন শরীফ। এটি লিখতে সময় লেগেছে ১ বছর ১ মাস ৯ দিন। ৩০ পারার ১১৪ টি সূরা লিখতে কলম লেগেছে ৫০টি।
শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রম কিছু করার দিকে ঝোঁক ছিলো এই মাদ্রাসা শিক্ষার্থীর। উৎসাহ দিতেন পরিবারের সদস্যরাও। হাতে লেখা কোরআন দেখতে আসছেন পাড়া প্রতিবেশীসহ অনেকে। তাহসিনের সাথে কথা বলে জানা যায়, গত বছরের জুন মাসের ১৯ তারিখ থেকে কোরআন শরীফ লেখা শুরু করেন। শেষ করেন চলতি বছরের জুলাই মাসের ২৮ তারিখ। ৩০ পারা কোরআন হাতে লিখতে তাহসিনের এ–ফোর সাইজের কাগজ লেগেছে ৬০০টি। এ কাজে তাহসিনের ব্যয় হয়েছে দৈনিক পাঁচ ঘণ্টা।
তাহসিন বলেন, বর্তমানে আমাদের বয়সী ছেলেমেয়েদের মধ্যে ফেসবুক আসক্তি ব্যাধির মত ছড়িয়ে পড়েছে। প্রায় সময় কারণে–অকারণে বেশির ভাগ সময় আমরা ফেসবুকে সময় দিচ্ছি। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে সৃষ্টিশীলতা, কর্মক্ষমতা। কিন্তু আমি আল্লাহ ও রাসুলের (সা.) সন্তুষ্টি অর্জন ও ফেসবুক ইউটিউব আসক্তি থেকে মুক্ত থাকতে পবিত্র কোরআন লেখায় সময় ও মনযোগ দিয়েছি। তাহসিন বর্তমানে সীতাকুন্ডের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের ছাত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post