ওমানে মানবপাচারে গত বছর ১৯ বছর বয়সী নারীদের সংখ্যা বেশি ছিলো বলে জানিয়েছেন ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের দার আল ওয়েফাক। মঙ্গলবার ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের দার আল ওয়েফাক মানব পাচার সংক্রান্ত মোট ১৯ টি মামলা পরিচালনা করেছে। মন্ত্রণালয়ের জারি করা বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছরের মানব পাচারে ১৯ বছর বয়সী নারীদের সংখ্যা ছিলো বেশি। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, দার আল ওয়েফাকের মানব পাচারের সকল ঘটনা হলো প্রবাসীদের। এই ১৯ টি মামলার মধ্যে ১৩ টি মামলা যৌন নির্যাতনের। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, “পাবলিক প্রসিকিউশন ও রয়্যাল ওমান পুলিশ তাদের বিভিন্ন সময় মামলাগুলো পরিচালিত করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post