মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের হার্টের বা ভালোবাসার ইমোজি পাঠানো নিষিদ্ধ করেছে।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এখন থেকে এটি অশ্লীলতার প্ররোচনার অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর এ অপরাধ করলে জেলে যেতে হবে সঙ্গে গুণতে হবে বড় অংকের জরিমানা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
এদিকে কুয়েতি আইনজীবী হায়া আল সালাহি জানিয়েছেন, যারা এ অপরাধে দোষী সাব্যস্ত হবেন তাদের দুই বছরের জেল এবং সর্বোচ্চ ২ হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে। কুয়েতি আইনজীবী হায়া আল সালাহি গালফ নিউজকে জানিয়েছেন, যারা এ অপরাধে দোষী সাব্যস্ত হবেন তাদের দুই বছরের জেল এবং সর্বোচ্চ ২ হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে।
এদিকে, কুয়েতের প্রতিবেশী মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরবেও হোয়াটসঅ্যাপে ‘লাল ইমোজি’ পাঠানোর কারণে জেল জরিমানা হতে পারে। সৌদির আইন অনুযায়ী, যারা এ অপরাধ করবে তাদের বিরুদ্ধে দুই থেকে পাঁচ বছরের জেল অথবা ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।
এদিকে সৌদি সাইবার বিশেষজ্ঞ জানিয়েছেন, সৌদির আইন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে হার্টের ইমোজি পাঠানোর বিষয়টিকে ‘হয়রানি’ হিসেবে বিবেচিত করা হবে।
এদিকে, সৌদির জালিয়াতি বিরোধী অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুবি জানায়, ‘অনলাইন আলাপচারিতার সময় নির্দিষ্ট ছবি এবং এ ধরনের ইমোজি পাঠানোর বিষয়টি একটি হয়রানিমূলক অপরাধে হিসেবে গণ্য করা হবে, যদি সংক্ষুব্ধ বা বিরক্ত ব্যক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।’
এদিকে বিবৃতিতে আরও বলা হয়, সৌদিতে কেউ যদি এধরনের অপরাধ বারবার করতে থাকেন তাহলে পাঁচ বছরের জেল সঙ্গে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
সূত্র: গালফ নিউজ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post