তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড প্রায় প্রতিদিনই নতুন করে ছাড়িয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী গড় দৈনিক তাপমাত্রা ১৭.২৩ ডিগ্রি সেলাসিয়াসে পৌঁছেছিলো। ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এর ডেটা ব্যবহার করে এ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি অব মেইনস ক্লাইমেট রিঅ্যানালাইজার।
বৈশ্বিক তাপমাত্রার নতুন এই রেকর্ডগুলোকে ‘সম্ভবত ১ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ’ বলে উল্লেখ করেন উডওয়েলের একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী জেনিফার ফ্রান্সিস। বেশ অনেকদিন ধরেই পৃথিবীতে চলছে রেকর্ড ছাড়ানো তাপমাত্রা।
গত সোমবার গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস (৬২.৬২ ডিগ্রি ফারেনহাইট)। ন্যাশনাল সেন্টার ফর এনভাইরনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি)’র ডেটাতে এদিনের তাপমাত্রাকে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়। পরদিন মঙ্গলবারের তাপমাত্রা ছিল ১৭.১৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পর্যন্ত একই তাপমাত্রা বজায় ছিল।
অতিরিক্ত তাপমাত্রায় বাইরের কাজ নিষিদ্ধ করেছে চীন। হিটস্ট্রোক এড়াতে বাইরের কাজ নিষিদ্ধ করেছে চীন। দেশটিতে টানা ১০ দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগর সরকারের একটি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। ১৯৬১ সালের পর এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
তাপপ্রবাহ মোকাবিলায় নগর সরকারের নোটিশে বলা হয়, ‘সংশ্লিষ্ট বিভাগ ও ইউনিটগুলো হিটস্ট্রোক প্রতিরোধ ও পরিবেশ শীতলকরণে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে।’ পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিকে বিশেজ্ঞরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফল হিসেবে দেখছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post