পাঠান ক্রেজ থামেনি এখনও। এরমধ্যেই আরো একবার ধামাকা নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন শাহরুখ খান। নানান চমক নিয়ে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ ছবির ট্রেলারের প্রথম ঝলক সামনে এসেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেয়া ওই টিজার ভিডিও পোস্ট করার ৪ ঘণ্টার মধ্যেই ৭ মিলিয়ন ভিউজ হয়েছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার ট্রেলারের প্রথম অংশেই ভরপুর অ্যাকশনে রীতিমতো নজর কেড়েছেন বলিউড বাদশাহ। নয়নতারার রাফ অ্যান্ড টাফ হট লুকও কিছুক্ষনের জন্য আবদেন ছড়ালো ভক্ত হৃদয়ে।
শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান জানিয়ে দিয়েছিলেন, সোমবার সকালে মুক্তি পাবে জওয়ান এর ট্রেলার। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল জওয়ান-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার।
ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে দর্শকের মনে।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন খান। মুখোশের আড়ালেও তিনি ধরা দিয়েছেন। কখনও তিনি বন্দুক হাতে শত্রুপক্ষের বিনাশ করতে এগিয়ে যাচ্ছেন। কখনও বা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। আবার রোম্যান্টিক হিরোর ইমেজেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে জওয়ান-এর ট্রেলার জুড়ে নানা লুকে রয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে, ছবিতে ডাবল রোলে রয়েছেন তিনি।
জওয়ান সিনেমায় নায়িকার চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আর বিজয় সেতুপতি থাকছেন ভিলেন হিসেবে। দীপিকা পাডুকোনের পাশাপাশি প্রিয়মণি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার সহ আরও অনেককেই এ সিনেমায় দেখা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post