বেলে নামের এক রোবট মাছ অবিকল মাছের মতই চলাফেড়া করতে পারে। জুরিখের একটি গবেষণা প্রতিষ্ঠান সিলিকন দিয়ে তৈরি এই রোবট মাছ দিয়ে সাগর তলের পরিবেশ মনিটর করছে। সাগরের গভীরে বিভিন্ন পরিবেশের ছবি তুলছে এমনকি বিভিন্ন ধরণের নমুনাও সংগ্রহ করছে নিজে নিজেই।
সাগর তলের পরিবেসকে ঝুকির মধ্যে না ফেলেই বেলে রোবট দিয়ে সেখান থেকে প্রচুর পরিমান তথ্য সংরক্ষণ করা সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। মূলত বেলে রোবটি এমনভাবে তিরি করা হয়েছে যাতে সামদ্রিক গবেষকরা ন্যূনতম ঝুঁকি সত্য তথ্য সংরক্ষণ করে বিপন্ন পরিবেশের সুরক্ষা ও পর্যবেক্ষণ করতে সহায়তা করে।
রোবটিক আন্ডার ওয়াটার ফিস বেলের লেজটি মাছের মতই নড়াচড়া করতে পারে। এআই দিয়ে পরিচালিত এই রোবট মাছটি প্রয়োজন অনুসারে নেভিগেট করতে পারে ও বিচ্ছিন্ন ইডিএনএ নমুনা এবং হাই রেজুলেসন ভিডিও ধারণ করতে পারে। প্রায় একমিটার লম্বা ও ১০ কেজি ওজনের এই রোবট মাছটিকে সিলিকন পাখনা দ্বারা পরিচালন করা হয়। ব্যাটারি পরিবর্তনের আগে একে প্রায় ২ ঘণ্টা সগরতলে পরিচালনা করা সম্ভব।
প্রকল্পটির সাথে জড়িত জুরিখের লিয়ন গুগেন হেম বলেন তারা এমন মাছ তৈরি করেছেন যেটি মাছের মত আচরণ করে এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা তাকে মাছ হিসেবে গণ্য করে। সগর তলে নিরবে চলাফেরা করবে, মাছেরমত দেখতে হবে এবং মাছের মত চলতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post