বাংলাদেশের নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য একটি সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত আছে বলে অভিযোগ উঠেছে। গুগলে সার্চ করলেই নাকি যে কেউ ওয়েবসাইটিতে ঢুকে ৫ কোটি নাগরিকের নাম, জন্মতারিখ ও এনআইডি নম্বর দেখতে পাচ্ছেন।
বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস গত ২৭ জুন এটি দেখতে পান। বিটক্র্যাক সাইবার সিকিউরিটি দক্ষিণ আফ্রিকার একটি কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা। মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ তার বরাতে বিষয়টি সামনে নিয়ে আসে ।
দেশের একটি গণমাধ্যমকে ভিক্টর মার্কোপোলোস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘.gov.bd’ ডোমেইনে থাকা একটি বাংলাদেশি সরকারি ওয়েবসাইটে এসব তথ্য উন্মুক্ত অবস্থায় আছে।
‘এ তথ্যগুলো সরকারি পরিষেবা পেতে নাগরিকরা আবেদন করার সময় দিয়েছিলেন। সেখানে লেনদেন আইডি এবং আবেদনকারীদের অর্থ প্রদানের মতো তথ্যও রয়েছে,’ যোগ করেন তিনি।
মার্কোপোলোস জানান, বিষয়টি জানার পর তিনি একাধিকবার বাংলাদেশি ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সিআইআরটি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাননি।
বিজিডি ই-গভ সিআইআরটি একটি সরকারি সংস্থা যা বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, সিআইআরটি এ ধরনের কোনো সমস্যা সম্পর্কে জানে না। তারা এ ধরনের কোনো গোপনীয়তা লঙ্ঘনের বিষয় চিহ্নিতও করেনি।
বাংলাদেশের একটি গণমাধ্যম ভিক্টর মার্কোপোলোসের শেয়ার করা তথ্য বিশ্লেষণ করে সেগুলো স্বাধীনভাবে যাচাই করে সত্যতা পেয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post