মিসরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজে রাখা ৭৩টি সাপ ও দুটি কচ্ছপসহ এক মিশরীয় যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে শনিবার (১ জুলাই) প্রকাশিত প্রতিবেদন বলছে গত মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির কাস্টমস কর্মকর্তারা।
গ্রেপ্তার করা যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক ও অদ্ভুত কিছু শনাক্ত করার পর তাকে জিজ্ঞাসবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার লাগেজের ভেতর অনেকগুলো সাপ রয়েছে। সেগুলো তিনি লিনেনের থলেতে রেখেছিলেন। এছাড়া দু’টি কচ্ছপও তার লাগেজে পাওয়া যায়।
স্বীকারোক্তির পর প্রাণী ও বন বিভাগের কর্মকর্তারা তার লাগেজ থেকে ১১টি আলাদা থলেতে রাখা ৭৩টি সাপ উদ্ধার করেন। ৭৩টি সাপের মধ্যে ৪৮টি জীবিত উদ্ধার করা হয়। অপর একটি থলেতে দু’টি কচ্ছপ পাওয়া যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, এমন সব বিষাক্ত সরীসৃপগুলো নিজের কাছে রাখা বা আমদানি করার কোনো বৈধ কাগজপত্র তার কাছে ছিল না। পরে দ্রুততার সঙ্গে সাপ ও কচ্ছপগুলোকে স্থানীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র ছাড়া বন্যপ্রাণী পাচার ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা নীতি ভঙ্গ করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post