ওমানে মাদক চোরাচালানের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার আরওপি’র বরাত দিয়ে এ নিউজ করে ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যম। আটককৃতরা আন্তর্জাতিক মাদক চোরাচালানের নেটওয়ার্কের সাথে জড়িত বলে জানিয়েছে আরওপি। তবে এই দুইজন প্রবাসী কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। গ্রেপ্তারের সময় তাদের থেকে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
আরওপি এক বিবৃতিতে জানিয়েছে যে, “মাদকদ্রব্য ও মাদক-বিরোধী কাজের বিরুদ্ধে সর্বদা কাজ করে যাচ্ছে দ্যা রয়েল ওমান পুলিশ। একই সাথে ওমানে মাদকের বিরুদ্ধে আরওপি’র অভিযান অব্যাহত থাকবে। আশা করা যাচ্ছে খুব দ্রুত আন্তর্জাতিক মাদক চোরাচালান বন্ধ করতে সক্ষম হবে ওমান পুলিশ। আটক দুই জন এশিয়ার নাগরিক। তাদের মাতরাহ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আটকের সময় তাদের থেকে ৬৩ কেজি মাদকদ্রব্য জব্দ করা হয়।”
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post