ভারতের মধ্য প্রদেশ থেকে জীবিত পাখি আমদানিতে নিষেধাজ্ঞার জারি করেছে ওমানের কৃষি ও মৎস্য মন্ত্রণালয়। রবিবার দেশটির কৃষি ও মৎস্য-মন্ত্রীর বরাত দিয়ে টাইমস ওমানের সংবাদে বলা হয়, ভারতের মধ্য প্রদেশ থেকে জীবিত পাখি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত জারি করেছে ওমানের মন্ত্রণালয়।
সিদ্ধান্তটি হলো: “ভারতের মধ্যপ্রদেশ থেকে জীবন্ত পাখি, তাদের ডেরিভেটিভ ও অবশিষ্টাংশ আমদানি নিষিদ্ধ। যতক্ষণ না এই নিষেধাজ্ঞা তুলে না দেওয়া হয় সেই পর্যন্ত ওমানের কেউ ভারত থেকে জীবিত পাখি আমদানি করতে পারবে না। ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথের আঙ্গিকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post