শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামী পহেলা জুন থেকে নতুন আইন কার্যকর হচ্ছে ওমানে। দেশটিতে গ্রীষ্মকালীন এই সময়ে দিনের বেলায় শ্রমিকদের দিয়ে কাজ করালে মোটা অংকের জরিমানার বিধান রাখা হয়েছে।
ভীষণ গরমে কারই বা কাজ করতে ভালো লাগে! আবার অতিরিক্ত গরম হতে পারে শরীরের জন্য ক্ষতিকর। যেসব দেশে উচ্চ তাপমাত্রা প্রধান, সেসব দেশের মানুষদের গরমে কাজ করা হয়ে ওঠে দুর্বিষহ। তাই কর্মক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রভাব এবং গ্রীষ্মকালীন সময়ে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা এড়াতে ওমানের শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে নির্মাণ সাইট বা খোলা জায়গায় দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাজ স্থগিত থাকবে। যে সকল কোম্পানি এই মিড ডে কাজের নিয়ম লঙ্ঘন করবে তাদেরকে ৫০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হবে। যদি কোন কোম্পানি একাধিকবার এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে শাস্তি দ্বিগুণ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কোন কোম্পানি যদি শ্রমিকদের দিয়ে জোর পূর্বক এই সময়ে কাজ করায়, তাহলে শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা হটলাইন নাম্বারের মাধ্যমে অভিযোগ দিতে বলা হয়েছে। হটলাইন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে। ( 80077000) গ্রীষ্মকালীন এই সময়ে আইনের বাস্তবায়ন করতে মাঠে থাকবে মন্ত্রণালয়ের টিম। তারা প্রতিদিন কোন না কোন সাইট পরিদর্শন করবেন বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post