সম্প্রতি ওমানে এক প্রবাসীর কর্মকান্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে উক্ত প্রবাসী তার সন্তানকে ওমানি টাকা দিয়ে বিছানা বানিয়ে তার উপর শুইয়েছেন। অর্থাৎ টাকার বিছানা বানিয়ে তার উপর সন্তানকে দিয়ে একটি ভিডিও করে পরবর্তীতে টিকটকে আপলোড করা হয়। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। এতে চরম বিতর্ক দেখা দেয় ওমানে।
এদিকে, উক্ত প্রবাসীকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। ওমানের আইন অনুযায়ী ওমানি মুদ্রার অপব্যবহার, অবমাননা ও অপপ্রদর্শনীর বা ব্যঙ্গ ভাবে প্রদর্শনীর জন্য সর্বোচ্চ এক মাসের জেল ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সম্প্রতি কিছু প্রবাসী ওমানি মুদ্রাকে অপমানজনক উপায়ে প্রদর্শন করছে। এরমধ্যে রয়েছে, মুদ্রা নিয়ে বড়াই করা এবং সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য ওমানি মুদ্রাকে অপমানজনক উপায়ে প্রদর্শন করা ইত্যাদি। যা ওমানের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
কারণ হিসেবে পুলিশ বলছে, এই মুদ্রায় রাষ্ট্রের নাম, নেতার ছবি ও জাতীয় প্রতীক রয়েছে। যেখানে ওমানি সভ্যতা এবং জাতীয়তার পরিচয় বহন করে। আর এই জাতীয় মুদ্রার নৈতিক মূল্যবোধ রক্ষা করা ওমানে বসবাসরত সকলের দায়িত্ব।
জাতীয় মুদ্রা রাষ্ট্রের পরিচয়ের অংশ। আর তাই, এই মুদ্রার অপব্যবহার বা অপমান মানেই রাষ্ট্রকে অপমান করা। এমতাবস্থায় এধরনের কর্মকান্ড থেকে প্রবাসীদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post