দীর্ঘ পাঁচ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চলেছে সৌদি আরব ও কানাডা। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ও নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছে দেশ দু’টি। ২০১৮ সালে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ভাটা সৃষ্টির পর বুধবার (২৫ মে) এমন পদক্ষেপ নিলো রিয়াদ ও অটোয়া। সূত্র: রয়টার্স
গত বছরের নভেম্বরে ব্যাংককে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এমন সিদ্ধান্ত নেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুণঃস্থাপনের জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’
এদিকে, সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের পর্যায়ে ফিরিয়ে নিতে রিয়াদে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করেছে কানাডা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একই ধরনের বিবৃতি দিয়ে টুইট করেছে।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যায় কানাডাসহ অন্যান্য পশ্চিমা দেশ সৌদি আরবের নিন্দা জানিয়েছিল। একই বছর রিয়াদে কানাডার দূতাবাস থেকে সৌদি আরবের আটককৃত নারী অধিকারকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন কর্মকর্তারা।রিয়াদ এ ঘটনায় অটোয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়াসহ বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিষয়টিকে ‘শাস্তিমূলক বাণিজ্য প্রত্যাহার’ হিসেবে বর্ণনা করেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বিরোধের ফলে দুই দেশের বাণিজ্যে কী প্রভাব পড়েছিল তা স্পষ্ট জানা যায়নি।
এদিকে, কানাডা ২০২১ সালে আরব দেশ গুলোর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ মূল্যের পণ্য রফতানি করে । সরকারি তথ্যমতে, ২০২১ সালে কানাডা প্রায় ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি ও ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে সৌদি আরব থেকে।কানাডার বেশিরভাগ আমদানি ছিলো তেল ও পেট্রোকেমিক্যালজাত পণ্য। অপরদিকে সৌদি আরবের আমদানির প্রায় ৮০ শতাংশই ছিল পরিবহণ সরঞ্জাম। সূত্র: আরব নিউ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post