ওমানে নতুন আইন জারি করা হয়েছে। যে আইন অমান্য করলে এক মাসের জেল ও ৫০০ রিয়াল জরিমানা হতে পারে। সোমবার (২২ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানের স্কুলে অসদাচরণ কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো কাজ করলে জেল হতে পারে শিক্ষার্থীদের। একই সঙ্গে ৫০০ রিয়াল জরিমানার শিকারও হতে পারে। নতুন জারি করা রাজকীয় ডিক্রি নম্বর ৩১/২০২৩ অনুসারে এই সাজা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ওমান আরো জানিয়েছে, রাজকীয় এই স্কুল শিক্ষা আইন অনুসারে, কোনও শিক্ষার্থী যদি কোনও স্কুলে জনশৃঙ্খলা বিঘ্নিত করে বা তার শিক্ষামূলক কার্যক্রমকে প্রভাবিত করে, তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।
এতে সে সরকারী বা বেসরকারি স্কুলের শিক্ষার্থী হউক। সকলের জন্য একই আইন থাকবে। এতে এক মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। অথবা এই দুটি শাস্তির মধ্যে যেকোনো একটি করা হতে পারে।
অফিসিয়াল গেজেট আজ স্কুল শিক্ষা আইন প্রকাশ করেছে যার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলোতে দশটি অধ্যায়ে বিভক্ত ৯৭ টি নিবন্ধ রয়েছে। এগুলো হচ্ছে শিক্ষাগত পর্যায়, বিশেষ শিক্ষামূলক প্রোগ্রাম, শিক্ষাগত পরিবেশ, শিক্ষার্থী, শিক্ষণ কর্মীর সদস্য, পাঠ্যক্রম, জরিমানা এবং অন্যান্য।
আইনটি আরও যোগ করেছে যে, ডিক্রি অনুসারে শিক্ষামন্ত্রীকে স্কুল শিক্ষা আইনের জন্য নির্বাহী প্রবিধান এবং এর বিধানগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post