ওমানের সেন্ট্রাল সবজি ও ফলের আড়ত আল মাওয়ালাহ সবজি মার্কেট বর্তমান পরিস্থিতিতে এই বাজারের যানবাহন পার্কিংয়ের নতুন সিদ্ধান্ত জারি করেছে মাস্কাট সিটি কর্পোরেশন। নতুন সিদ্ধান্ত না মেনে চললে বা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা সহ বেশ কঠোর আইন জারি করা হয়েছে।
বুধবার মাস্কাট সিটি কর্পোরেশন তাদের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানিয়েছে: “করোনাভাইরাস বিস্তারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে শাকসবজি ও ফলের বাজারে খাদ্য সঞ্চালন সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য নতুন কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে প্রশাসন থেকে জারি করা আল মাওয়ালাহ কেন্দ্রীয় বাজারে সবজি ও ফলের যানবাহন ও ট্রাক পার্কিংয়ের সময় নির্ধারণের নতুন সিদ্ধান্ত সবাই মেনে চলবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। প্রথম শর্ত হলো আল মাওয়ালাহ কেন্দ্রীয় বাজারে কৃষি পণ্য ও শুল্ক ছাড়পত্র যানবাহন (রেফ্রিজারেটর বা ট্রেলার) পার্কিং করা থেকে বা বাজারে প্রবেশের সময় থেকে তিনদিনের মধ্যে মালামাল খালাস করে যানবাহনকে বাজার ত্যাগ করতে হবে। দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় পণ্য, রেফ্রিজারেটর বা ট্রেলার পরিবহন আনলোডিং ও লোডিংয়ের জন্য ২৪ ঘণ্টা সময় পাবে। বাজারে যানবাহনের চাপ কমাতে শুধুমাত্র শাকসবজি ও ফল আনলোড বা লোড করতে পারবে। অন্যকোনো পণ্য বাজারে আনলোড বা লোড করার অনুমতি নেই।
আরও পড়ুনঃ পুনরায় ভিসা ও ইমিগ্রেশন সেবা চালু করেছে আরওপি
তৃতীয় শর্ত অনুযায়ী বাজারের অভ্যন্তরে প্যাকিং থাকা যানবাহনের মালিকরা তাদের যানবাহন এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে হবে। চতুর্থ সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে যে, কেউ এই নতুন সিদ্ধান্ত না মানলে তাদের একশ ওমানি রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও বলা হয়েছে যে, যাকে জরিমানা করা হবে এই জরিমানার অর্থ ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। তা না হলে অতিরিক্ত প্রতিদিন জরিমানা একশ রিয়াল করে বৃদ্ধি পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, “মাস্কাট কর্তৃপক্ষ জনস্বাস্থ্য রক্ষায় সকলের সহযোগিতার প্রশংসা করেছেন। এছাড়াও কোনও ধরনের সমস্যা হলে ১১১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মাস্কাট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশীদের কৃষি বিপ্লব
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post