জনসমাগম স্থানে পোষা প্রাণী আনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের মাস্কাট। নতুন এই নির্দেশনার মধ্যে রয়েছে, যাদের পোষা প্রাণী রয়েছে, তাদেরকে অবশ্যই ওমানের কৃষি মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের ভেটেরিনারি কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে।
এইসব পোষা প্রাণী পাবলিক প্লেসে নেওয়ার সময় প্রাণীদের বেল্ট দিয়ে বেঁধে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে পাবলিক প্লেসে ঘোরাঘুরি করার সময় পশুর বর্জ্য মালিককে নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। সেইসাথে নির্দিষ্ট স্থান ব্যতীত প্রাণীদের বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মাস্কাট পৌরসভা ঘোষিত সর্বজনীন স্থানগুলির মধ্যে রয়েছে, রাস্তা ঘাট, ফুটপাত, পাবলিক পার্ক, পাবলিক স্কয়ার, সমুদ্র সৈকত, আবাসিক এলাকা, ও জনসাধরন অঞ্চল, অর্থাৎ যেসব স্থানে বেশি মানুষ চলাচল করে।
এইসব স্থানে পোষা প্রাণী নিতে হলে উপরে উল্লেখিত নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় জরিমানার মুখোমুখি হতে হবে এমন ঘোষণা দিয়েছে মাস্কাট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post