দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ই-পাসপোর্ট নিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে কুয়েত প্রবাসীরা। আগামী রোববার অর্থাৎ ১৪ মে থেকে ই- পাসপোর্ট সেবা চালু করবে দেশটির মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। অনলাইন ফরম পূরণ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।
অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সন অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে। ছাত্র ও সাধারণ প্রবাসীদের ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ সাড়ে ৯ দিনার এবং জরুরি প্রয়োজনে ১৪ কুয়েতি দিনার পরিশোধ করতে হবে। ১০ বছর মেয়াদি সাধারণ পাসপোর্টের জন্য সাড়ে ১৫ দিনার ও জরুরি ক্ষেত্রে সাড়ে ২৩ কুয়েতি দিনার প্রদান করতে হবে প্রবাসীদের।
অন্যান্য পেশাজীবীদের ৫ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট ৩১ দিনার, জরুরি সাড়ে ৪৬ দিনার এবং ১০ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট সাড়ে ৩৮ দিনার ও জরুরি ৫৪ কুয়েতি দিনার পরিশোধ করতে হবে। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ণ করার প্রয়োজন হবে না। ই-পাসপোর্ট ফরমে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নেরও প্রয়োজন নেই।
আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার জন্য অনলাইনের মাধ্যমেই চেক করা যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে হওয়ায় এতে কোনো ভোগান্তি বা হয়রানির সুযোগ নেই। একেবারেই সহজভাবে ই-পাসপোর্ট আবেদন করতে পারবেন প্রবাসীরা।
এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য দূতাবাসের একটি নাম্বার দেওয়া হয়েছে। যেই নাম্বারে কল দিয়েও পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। অফিস চলাকালীন সময় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হবে। দূতাবাসের কল সেন্টারের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post