রাস্তায় পরিত্যক্ত নোংরা গাড়িগুলির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে মাস্কাট সিটি কর্পোরেশন। এক বিবৃতিতে বলা হয়েছে, যে সকল গাড়ি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, সেসব গাড়ির মালিকদের বিরুদ্ধে ২০০ থেকে ১ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। একইসাথে জব্দ করা হবে গাড়িগুলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহর পরিচ্ছন্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তাই এখন থেকে বাড়ির বাহিরে কিংবা নির্ধারিত পার্কিং স্থান ব্যতীত নগরীর যেসব স্থানে পরিত্যক্ত গাড়ি দেখা যাবে, সেসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথমে যানবাহনে একটি সতর্কতা বিজ্ঞপ্তির স্টিকার লাগানো হবে।
স্টিকার লাগানোর ১৪ দিনের মধ্যে গাড়ি সরানো না হলে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে। সেইসাথে জব্দকৃত গাড়ির জন্য দিনে ৫ রিয়াল করে অতিরিক্ত জরিমানাও দিতে হবে। অর্থাৎ সরকার গাড়িটি জব্দ করার পর দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে, না হলে প্রতিদিনের জন্য আলাদা করে জরিমানা দিতে হবে।
এছাড়াও নগরী পরিচ্ছন্ন রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এরমধ্যে রয়েছে, বারান্দায় কাপড় না শুকানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা ইত্যাদি। এর আগে শহরের সৌন্দর্য রক্ষায় নতুন এই নির্দেশনা জারী করে ওমান। সেখানে বলা হয়, মাস্কাট শহরে কোনো ভবনের বারান্দায় কাপড় শুকালে ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।
মাস্কাটের বিল্ডিংগুলোর নান্দনিকতা বজায় রাখার লক্ষ্যে এমন আইন জারী করেছে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা। এক বিবৃতিতে পৌরসভা জানিয়েছে, মাস্কাট প্রদেশের ভবনগুলো সংগঠিত করার জন্য স্থানীয় আদেশ নং ৯২/২৩ এর ৩২ অনুচ্ছেদের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণের ক্ষেত্রে আবাসিক ভবনের বারান্দায় কাপড় শুকানোর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো মেনে চলতে বলা হয়েছে।
প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে আছে, কোন ভাবেই বারান্দায় কাপড় ধোয়ার অনুমতি নেই। বারান্দা কোন প্রকার নেট দিয়ে ঢেকে রেখে কাপড় শুকানো যাবে। তবে, সেক্ষেত্রে নেটের ছিদ্র দেড় সেন্টিমিটার বাই দের সেন্টিমিটারের বেশি প্রশস্ত হওয়া যাবে না।
তিনটির বেশি আবাসিক ইউনিট সহ যে কোনও বহুতল আবাসিক ভবনকে ইউনিটের স্থাপত্য অবস্থার উপর নির্ভর করে কাপড় শুকানোর জন্য প্রতিটি আবাসিক ইউনিটের জন্য একটি বারান্দার ব্যবস্থা করতে হবে এবং সেটি নেট দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে।
মাস্কাট পৌরসভা আইনের ১৪ নং অনুচ্ছেদ অনুসারে, ভবনের বারান্দায় কাপড় ঝুলিয়ে রাখা আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হয়। আর এই আইন অমান্য করলে ৫০ রিয়াল থেকে ৫ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসাথে ২৪ ঘন্টা থেকে অনধিক ছয় মাসের কারাদণ্ডও হতে পারে বলে জানিয়েছে মাস্কাট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post