১৫ বছর আগে ফারুকের সঙ্গে মনিরা আক্তারের বিয়ে হয়। এরপর একটু সচ্ছলতার আসায় ফারুক পাড়ি জমান মালয়েশিয়ায়। স্বামী প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের ছানাউল্লার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন মনিরা।
একপর্যায়ে ছানাউল্লাকে বিয়ে করেন তিনি। গত ঈদুল আজহার পর দেশে ফিরে মনিরাকে নিজের সংসারে ফিরিয়ে আনেন ফারুক। এরই জেরে গত ২৭ মার্চ রাতে ব্লেড দিয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে ৭ দিন ঘরে আটকে রাখেন মনিরা।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউপির সিঙ্গারপুর গ্রামে। এ ঘটনায় স্ত্রীসহ পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, তাদের সংসারে ১৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পরলেও দেশে ফিরে মনিরাকে ফের নিজের সংসারে ফিরিয়ে আনেন ফারুক। এরপর স্ত্রীর পরামর্শে শ্বশুরবাড়িতে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করতে থাকেন ফারুক।
আরও পড়ুন: প্রবাসীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন স্ত্রী
তবে পরকীয়া প্রেমিকের কাছ থেকে নিয়ে এসে সংসার করার ক্ষোভে গত ২৭ মার্চ রাতে ব্লেড দিয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন স্ত্রী মনিরা। পরে ফারুককে ৭ দিন ঘরে আটকে রাখেন মনিরা ও তার পরিবারের লোকজন।
এদিকে ৩ মে সকালে কৌশলে সেখান থেকে বের হয়ে থানায় মামলা করেন ফারুক। পরে অভিযুক্ত মনিরাসহ তার বাবা মনু মিয়া, মা জোসনা বেগম ও ভগ্নিপতি জাহাঙ্গীরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হলে চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: নিজেই ধারালো দা দিয়ে নিজের ‘বিশেষ অঙ্গ’ কর্তন
এদিকে, চাঁদপুরের কচুয়া উপজেলায় জয়নাল আবদীন নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী রুপিয়া বেগম। ইতোমধ্যে এ ঘটনায় রুপিয়াকে আটক করেছে পুলিশ। ২ মে মধ্যরাতে উপজেলার চাঁনপাড়া তাইজ উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জয়নাল তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিল।
বিয়ের পর থেকে স্ত্রীকে চোখের আড়াল হতে দিতেন না। এনিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য ছিল। তবে এটি বাদে তাদের মধ্যে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এ ঘটনার দিন সোমবার রাতে তারা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০টায় স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর বিশেষ অঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় জয়নালকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কচুয়া থানার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post