গাজীপুরের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় গ্যাসলাইনের কম্প্রেসরকক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে মণ্ডল গ্রুপের কটন ক্লাব অ্যান্ড কটন ক্লথ বিডি লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দগ্ধ হওয়া ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ি এলাকায় স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে আরও ১০ জনকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বাহিনী সূত্র জানা গেছে, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছুসংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসরকক্ষে কাজ করছিলেন। একই সঙ্গে কম্প্রেসরকক্ষের নতুন দেয়াল নির্মাণের জন্য নির্মাণশ্রমিকরাও কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ওই কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানা শ্রমিক, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মীসহ ২২ জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ও কাশিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করেন।
সরেজমিনে দেখা গেছে, কোনাবাড়ি থেকে কাশিমপুর যাওয়ার রাস্তার পাশে ডেল্টার মোড় এলাকায় কারখানাটি অবস্থিত। কারখানার প্রধান ফটকের পাশেই নিরাপত্তাকর্মীদের কক্ষ। তার পাশেই লাগোয়া কারখানার গ্যাসলাইনের কম্প্রেসরকক্ষ। সকালে বিস্ফোরণ হওয়ায় ওই কক্ষের দক্ষিণ পাশের ও পূর্ব পাশের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কতজন আহত হয়েছেন, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় পাঁচজন ভর্তি আছেন। এ ছাড়া ঢাকা মেডিকেলে সাতজন ভর্তি আছেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারখানা বন্ধ থাকায় গ্যাসলাইনের কম্প্রেসরকক্ষে কয়েকজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। ওই কক্ষের পাশেই নিরাপত্তাকর্মীদের অবস্থান ছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়ে কয়েকজন শ্রমিক দগ্ধ ও শ্রমিক আহত হয়েছেন।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমিনুল ইসলাম বলেন, তাঁদের পাওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনায় দগ্ধ ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইলেকট্রিশিয়ান, দৈনিক মজুরিভিত্তিক নির্মাণশ্রমিক ও নিরাপত্তাকর্মীরা আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা সবাই শঙ্কামুক্ত।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post