দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে কুমিরের কামড়ে মো. বুরহান উদ্দিন (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্রুনাইয়ের লিমা মনি ওয়াসান এলাকায় তিনি কুমিরের আক্রমণের শিকার হন বলে স্বজনদের কাছে খবর আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে জীবিকার তাগিদে বুরহান উদ্দিন ব্রুনাইয়ে পাড়ি জমান। তিনি দেশটির লিমা মনি ওয়াসান এলাকায় থাকতেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে কর্মক্ষেত্রের কাছাকাছি এলাকায় তিনি কুমিরের আক্রমণের শিকার হন। তার চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলেও কুমির তাকে টেনে নিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধার করে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। তবে এ মৃত্যুর ঘটনা “রহস্যজনক” বলে দাবি করছেন নিহতের ভাতিজা জুয়েল আহমদ।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে ব্রুনাই থেকে বুরহানের সহকর্মীরা কল করে তার ওপর কুমিরের আক্রমণের ঘটনা জানান। বুধবার তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের খবর পাই। এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে।
জুয়েলের দাবি, “চাচাকে কুমির আক্রমণ করেনি। তাকে হত্যা করা হয়েছে। আসল ঘটনা ধামাচাপা দিতে কুমিরের আক্রমণে মৃত্যু ঘটেছে বলে প্রচার করা হচ্ছে।”এখন ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে পরিবার। নিহত বুরহান উদ্দিনের স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post