ওমানে রবিবার মাতরাহ থেকে বৌশারে করোনা রোগীর সংখ্যা প্রায় ছয়গুণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপটির মাধ্যমে জানা যায় যে, মাতরাহতে নতুন রোগীর সংখ্যা ৪৭ জন। ২৮ জুন বৌশারে নতুন রোগীর সংখ্যা মাতরাহ থেকে প্রায় ৫.৬ গুণ বেশ। বৌশারে নতুন করোনা রোগীর সংখ্যা ২৬৪ জন।
এখন অবধি ওমানে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৮ হাজার ১৫০ জন। যার মধ্যে নতুন রোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন। করোনায় সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ২১ হাজার ২০০ নাগরিক। যা মোট আক্রান্ত রোগীর ৫৫.৫৭ শতাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post