ওমানে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা ঘটেছে। ২৩ এপ্রিল মাতরাহ অঞ্চলে ইসলামি আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। তবে, আগত প্রবাসীদের মধ্যে আলেমদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
দেশটিতে এত পরিমাণ বাংলাদেশি আলেম রয়েছেন, তা হয়তো অনেকেরই অজানা। এসময় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করার আহবান জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
রবিবার (২৩ এপ্রিল) মাতরাহ সিলেটি মসজিদে মাওলানা ওবায়দুল করিমের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ হোসাইন, মাওলানা ইয়াছিন আমিনি, আলহাজ্ব ইউসুফ মোল্লাহ, আলহাজ্ব শেখ মুহাম্মদ সেলিম, মাওলানা মীর আহমদ মীরু, দুবাই প্রবাসী মাওলানা আরিফুল্লাহ, মাওলানা মীর হোসেন মীরু এবং সভাপতি করেন আলহাজ্ব মাওলানা সাবের আহমেদ।
মূলত মরুর দেশে সবাই সাড়া বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও প্রতি বছর রোজার ঈদের পর পুনর্মিলনীর আয়োজন করা হয়। সেখানে প্রবাসীদের নানা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়েও তারা আলোচনা করেন। এতে গোটা ওমানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি আলেম সমাজ অংশগ্রহণ করেন। পাশাপাশি অন্য প্রবাসীরাও এতে যুক্ত হন। সেইসাথে ওমানের বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী এবং বিশিষ্ট প্রবাসীরাও এতে যুক্ত হন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post