ওমানে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার (১৯ এপ্রিল) ওমানের বেশকিছু প্রদেশে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশংকা করা হচ্ছে। আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, আল হাজর পর্বতমালা এবং সংলগ্ন অঞ্চল এবং আল উস্তা প্রদেশগুলোতে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এসময় তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে।
গতকাল থেকে মাস্কাট সহ বেশকিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ৪৫ মিমি এর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। এছাড়াও ভারী বর্ষণের ফলে রাস্তার দৃশ্যমানতা কমতে পারে। সামনের গাড়ি দেখতে অসুবিধা হতে পারে। তাই, চালকদের খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে বলা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতি আগামী ২১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ওয়াদি পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে বজ্রবৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যাওয়া এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে। পাহাড়ি নিম্নাঞ্চল অতিক্রম না করা এবং সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post