টিকটক করেও যে ইসলামের প্রচার প্রসার সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন একজন পাকিস্তানি টিকটকার। যে যুবকের নাম সালমান। পাকিস্তানি যুবক সালমান টিকটক করে বেশ জনপ্রিয়তা পান। আর এই সুবাদে বন্ধুত্ব করেন এক ফিলিপাইনি টিকটকারের সঙ্গে। আর এভাবেই এগুলোতে থাকে তাদের সম্পর্ক। এক সময় সেই ফিলিপাইনি তরুণী ইসলাম গ্রহণ করেন। সেই তরুণী জানান পাকিস্তানি টিকটকার সালমান তাকে ইসলাম সম্পর্কে জানতে সহযোগীতা করেন। জয়নবকে ইসলাম সম্পর্কে জানতে অনেকটা আগ্রহী করে তুলেছেন বন্ধু।
জানা যায়, ফিয়োনা জেমস নামের এক ফিলিপাইন টিকটকার নারী ইসলাম গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী এই সেলিব্রিটি ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন জয়নাব। খালিজ টাইমসের খবরে বলা হয়, ফিয়োনা জেমস ৮ বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দুবাইয়ে চলে আসেন। দুবাইয়ে অবস্থানকালে সেখানকার মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের আজান তাকে আকৃষ্ট করে। আস্তে আস্তে ইসলামের প্রতি প্রভাবিত হয়ে পড়েন তিনি।
তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাকিস্তানি টিকটকার সালমান। জয়নবকে ইসলাম সম্পর্কে জানতে অনেকটা আগ্রহী করে তুলেছেন বন্ধু সালমান। নিজের ইসলাম গ্রহণের অনুভূতি জানিয়ে জয়নব বলেন, আসলে আমি যখনই আজান শুনি, তখনই আমার ভিন্নরকমের প্রশান্তি অনুভূত হয়। সত্যি কথা বলতে আমার আজানের কিছু শব্দও মুখস্থ হয়ে গিয়েছিল। এর মাধ্যমেই আমার মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post