২০২১ সালে ভারতের মধ্যপ্রদেশের ধার বিভাগের কমলেস পাতিদার (৩৫) নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে কয়েকদিন চিকিৎসার পর হাসপাতালটির চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কমলেসের মরদেহের শেষকৃত্য সম্পন্ন করে তাকে চিরবিদায় জানানো হয়।
তবে সেই শেষকৃত্য অনুষ্ঠানের প্রায় ২ বছর পর গতকাল শনিবার (১৫ এপ্রিল) খালার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন কমলেস। দুই বছর আগে ‘মারা যাওয়া’ কমলেসকে দেখে হঠাৎ চমকে উঠেছেন সবাই। এমন ঘটনা ঘটার পর পুরো মধ্যপ্রদেশের চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে এ দুই বছর তিনি কোথায় ছিলেন। কী করেছেন এ বিষয়ে কিছুই বলছেন না তিনি।
কমলেসের খালাতো ভাই মুখেশ পাতিদার বলেছেন, ‘সে বাড়িতে ফিরে এসেছে। তবে এ সময়টায় সে কোথায় ছিল এ বিষয়ে কিছুই বলছে না। মধ্যপ্রদেশের কানওয়ান পুলিশ স্টেশনের ইনচার্জ রাম সিং রাথোর তার পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছেন, কমলেস করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালে গুজরাটের ভাদোরাদা হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতাল থেকে বুঝিয়ে দেওয়া সেই মৃতদেহের সৎকার ভাদোরাদায় সম্পন্ন করে গ্রামের বাড়িতে ফিরে আসেন তার পরিবারের সদস্যরা। কিন্তু হঠাৎ করে তিনি কোথা থেকে এসেছেন এবং এতদিন কী করেছেন সে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post