চকরিয়ার ফাঁসিয়াখালীর বাসিন্দা বাবুল রুদ্র প্রবাসে অবস্থানকালে বাংলাদেশে মাদক মামলার আসামি হয়েছেন। এই মিথ্যা মামলা থেকে নিস্তার পাওয়ার দাবিতে পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে সাংবাদিক সম্মেলন ও গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গাবতলী বাজারে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘বাবুল রুদ্র ২০১৯ সালের ১৩ নভেম্বর জীবিকা নির্বাহের তাগিদে সুদুর ওমান দেশে গমন করে অদ্যাবদি প্রবাসে অবস্থান করছেন।
বিদেশ যাওয়ার এক বছর পর তার পরিবার জানতে পারেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় ২০২০ সালের আগস্টে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়।
ওই মামলার এজাহারে উদ্ধার করা ইয়াবাগুলো চট্টগ্রামের বাবুল থেকে ক্রয় করা হয়েছে মর্মে উল্লেখ থাকলেও চকরিয়া থানার এএসআই আমির হোসেন কোনোধরনের তদন্ত ছাড়াই প্রকৃত ইয়াবা ব্যবসায়ী বাবুলকে সনাক্ত না করে নিরীহ বাবুলের বিরুদ্ধে মনগড়া মিথ্যা প্রতিবেদন পাঠিয়েছেন।’
তিনি বলেন, ‘এই ধরনের বানোয়াট মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় হওয়া হয়রানিমূলক মামলা থেকে বাবুল রুদ্রকে নিস্তার দিতে প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন ইউপি চেয়ারম্যান।’
মানববন্ধনে ইউপি সদস্য কামাল হোসেন, মুরশিদা বেগম, সাংবাদিক মনসুর মহসিন, স্থানীয় সমাজ সেবক তাপস রুদ্র, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুল সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আকবর শামীম ও বাবুল রুদ্রের বোন এনজিও কর্মী সুশীলা রুদ্র বক্তব্য রাখেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post