ওমানে বেকারদের কর্মসংস্থান এবং সহজ মূলধনে আয়ের উৎস তৈরি করার জন্য মাস্কাটের রাস্তায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসার সুযোগ দিয়েছিলো দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়। তবে এই সুযোগের অপব্যবহার বেড়ে যাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এখন থেকে ওমানের রাস্তায় লাইসেন্স ছাড়া দোকান বসালে ১ হাজার রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে মাস্কাট পৌরসভা।
মন্ত্রণালয় জানিয়েছে, কেউ রাস্তায় দোকান বসাতে চাইলে তাকে পূর্বে অনুমতি নিতে হবে। অন্যথায় জরিমানার মুখোমুখি হতে হবে। মাস্কাট পৌরসভার সেবা উন্নয়ন বিভাগের পরিচালক সুলাইমান বিন মুহাম্মদ আল-হিনাই বলেন, এই সিদ্ধান্তের দ্বিতীয় উদ্দেশ্য ছিল কিছু কিছু পর্যটন স্থান যেখানে পরিষেবা পাওয়া যায় না কিংবা সুযোগ কম সেখানে দর্শনার্থীদের একটি পরিষেবা সরবরাহ করা। সিদ্ধান্তটি বাস্তবায়ন করার সময়, অনেক অপব্যবহার দেখা দেয়।
তিনি বলেন, এই অপব্যবহারের মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে প্রবাসী কর্মী নিয়োগ দেওয়া। এছাড়া অনেকে সরকারী এবং বেসরকারি সংস্থায় কাজ করা সত্ত্বেও পথে ব্যবসা শুরু করে দিচ্ছে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে খাবার বিক্রির ক্ষেত্রে। বিশেষ করে মাংস জাতীয় খাবার বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক মানা হয় না। এছাড়া শাক সবজি ফলমূলের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটে। এমনও হয়েছে যে, একজনের জন্য জায়গা বরাদ্দ নেওয়া হলেও অন্যজনকে ভাড়ার বিনিময়ে স্থানটি দিয়ে দেওয়া হয়েছে।
মাস্কাট পৌরসভার ওই কর্মকর্তা আরও জানান, এসব অপব্যবহারে পাশাপাশি আবাসিক এলাকা থেকে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। তাই এখন থেকে লাইন্সেস ছাড়া ব্যবসা করা যাবে না। বিক্রেতাকে অবশ্যই বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করতে হবে এবং যেখানে ব্যবসা করবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।
লাইসেন্স ছাড়া ব্যবসা করলে এক হাজার রিয়াল জরিমানা আরোপ করা হবে। সিদ্ধান্তের কোন অনুচ্ছেদ লঙ্ঘন হলে লিখিত সতর্কতার পর ৫০ রিয়াল জরিমানা করা হবে। এছাড়া খাদ্য সম্পর্কিত জনস্বাস্থ্য সুরক্ষা লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে এই জরিমানা দ্বিগুণ করা হবে এবং লাইসেন্স বাতিল হতে পারে।
একইসাথে এই ব্যবসায় কোনো প্রবাসীকে যুক্ত করা যাবেনা। এটি কেবলমাত্র ওমানি নাগরিকদের জন্য প্রযোজ্য। কোন প্রবাসী চাইলে অনুমোদন নিয়েও রাস্তায় ব্যবসা করতে পারবেন না। একইসাথে রাস্তায় কোনো ওমানি নাগরিকের অধীনেও দোকান পরিচালনার অনুমতি নেই প্রবাসীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post